বিয়ে করলেন ছো্টপর্দার অভিনেত্রী সাফা কবির! বর কলকাতার অভিনেতা ঋষি কৌশিক। সম্প্রতি সাফা অভিনয় করেছেন একটি নাটকে। ‘চিলেকোঠার ভালোবাসা’ শিরোনামের সেই নাটকের চরিত্রে এমন গেটআপে দেখা গেছে তাকে। মূলত গল্পের জন্যই বউ সেজেছিলেন তিনি। তবে কি এবার বাংলাদেশি অভিনেত্রী সাফা কবির কলকাতার ঋষি কৌশিককে বিয়ে করেছেন? হ্যাঁ, ছবি দেখে এমনটাই মনে হবে সবার। তবে অবাক হওয়ার কিছু নেই। এটি শুধুমাত্র একটি নাটকের দৃশ্য। আফরিন জামান লীনার রচনা ও রাকেশ বসুর পরিচালনায় এর কাজ এখন চলছে শ্রীমঙ্গলে।
গল্পে দেখা যাবে, ঋষি ভারতের একটি প্রতিষ্ঠানের স্থপতি। অফিসের প্রয়োজনে বাংলাদেশের শ্রীমঙ্গলে আসেন। কিন্তু হোটেলে না থেকে একটি বাসার চিলেকোঠায় আশ্রয় নেন। সেই বাসাতেই থাকেন সাফা কবির। সেখানেই তাদের দুজনের পরিচয়। একটা সময় তৈরি হয় ভালোবাসার সম্পর্কও। কিন্তু পরিণতিটি সুখকর নয়। এভাবে আরও কিছু ঘটনায় এগিয়ে যাবে নাটকটির কাহিনী। শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানান এর নির্মাতা রাকেশ বসু।
Leave a Reply