করোনায় আক্রান্ত কলকাতার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। শারদীয়ার শুরুতেই তিনি আক্রান্ত হন। করোনা ছড়িয়েছে তাঁর পরিবারেও। শাশুড়ি সহ একাধিক পরিজন আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
কলকাতার একটি গণমাধ্যমকে তিনি বলেন, আমি এখন ঠিক আছি। বেশ কিছু দিন আগে আমার হিমোগ্লবিন আচমকা কমে যায়। জ্বর আসেনি কোনও দিন। প্রথমে বুঝতেই পারিনি। পরে বুঝি করোনা হয়েছে। তবে অনেক দিন হয়ে গেল তো। এখন ভাল আছি। শাশুড়িও অনেকটাই সামলে উঠেছেন। বাড়ির সকলেই ঠিক আছেন। আপাতত বাড়িতেই স্বেচ্ছাবন্দি অপরাজিতা এবং তাঁর বাড়ির আক্রান্তেরা। ৩ নভেম্বর পর্যন্ত বন্ধ রেখেছেন শুটিং।
Leave a Reply