অস্ট্রেলিয়াভিত্তিক বাংলা অনলাইন টেলিভিশন বাসভূমি করোনাকালে দেশের বিভিন্ন ক্ষেত্রের খ্যাতিমানদের নিয়ে নানা ধরণের অনুষ্ঠান প্রচার করে দেশে ও প্রবাসে জনপ্রিয়তা অর্জন করেছে। এবার বাসভূমি দর্শকদের জন্য নিয়ে আসছে একটি নতুন চমক। দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সী কন্যা রোদেলা প্রথমবারের মত একক গান ও আড্ডায় অংশ নিতে আসছে বাসভূমিতে। আকিদুল ইসলামের উপস্থাপনায় আগামী ৮ নভেম্বর রোববার বাংলাদেশ সময় বিকেল ৪টায় এবং অস্ট্রেলিয়া সময় রাত ৯টায় এই বিশেষ অনুষ্ঠানটি প্রচারিত হবে। লাইভ দেখা যাবে বাসভূমির ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে।
অনুষ্ঠান সম্পর্কে বাসভূমি কর্ণধার আকিদুল ইসলাম বলেন, ন্যান্সী দেশের একজন মেধাবী ও গুণী শিল্পী। বাংলা গানে তার মেয়ের অভিষেক একটি বড় ঘটনা ও ইতিহাস। সেই ইতিহাসের অংশ হতে পেরে আমরা আনন্দিত।
Leave a Reply