ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা অরিন। ছোটপর্দা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বেশির ভাগ সময় এখন বড়পর্দায় অভিনয় করেন। কাজী হায়াৎ পরিচালিত ‘ছিন্নমূল’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয়। এরপর কাজ করেছেন বেশ কিছু চলচ্চিত্রে। বাংলাদেশের ছবির বাইরেও কলকাতার বেশ কয়েকটি ছবিতে অভিনয় করছেন তিনি। সম্প্রতি নতুন একটি চলচ্চিত্রের শুটিং করছেন অরিন। এ ছবির মাধ্যমে দীর্ঘ দিনের বিরতি শেষে কাজ শুরু করলেন। নাম ‘পোড়া অন্তর’। কে বি মাল্টিমিডিয়া প্রযোজিত চলচ্চিত্রটি পরিচালনা করছেন বজলুর রাশেদ চৌধুরী।
পরিচালক বজলুর রাশেদ চৌধুরী বলেন, ‘এখন বেশি বেশি গল্প নির্ভর চলচ্চিত্র প্রয়োজন। যারা অ্যাকশন আর গানকে প্রধান মনে করেন আমি মনে করি তারা ভুল পথের পথিক। গল্পের প্রয়োজনে অ্যাকশন ও গানের সমন্বয় হয়। গান-অ্যাকশনের প্রয়োজনে গল্প নয়। অতীতের বাণিজ্য সফল সিনেমাগুলোর সবই গল্প প্রধান। সে জায়গা থেকেই ‘পোড়া অন্তর’ পিওর গল্প প্রধান চলচ্চিত্র।’
অরিন বলেন, ‘সমসাময়িক সমাজের ঘটনা নিয়ে ছবির গল্প। ক্যারিয়ারে অনেক গল্পে কাজ করেছি। সব সময় চেয়েছি ব্যতিক্রম গল্পে কাজ করতে। সে রকম ভিন্ন ধারার একটি গল্প হচ্ছে ‘পোড়া অন্তর’। বর্তমানে দর্শক গল্প নির্ভর ছবি চায় তাদের চাহিদা বিবেচনা করেই ছবিটি নির্মিত হচ্ছে। আশা করছি দর্শক পছন্দ করবে।’ অরিন বর্তমানে চলচ্চিত্রের পাশাপাশি নাটক নিয়েও ব্যস্ত সময় পার করছেন। এরইমধ্যে বেশ কয়েকটি একক ও ধারাবাহিক নাটকের কাজ শেষ করেছেন।
Leave a Reply