ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমীর জন্মদিন আজ ৩ নভেম্বর। ১৯৭৩ সালে আজকের এই দিনে খুলনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি। মৌসুমীর বাবার নাম নাজমুজ্জামান মনি এবং মায়ের নাম শামীমা আখতার জামান। মৌসুমীর শুরুটা ‘কেয়ামত থেকে কেয়ামত’ দিয়ে। তার পরের গল্প অজানা নয়। এরপর দীর্ঘ সময় ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন মৌসুমী। সালমান শাহ থেকে শুরু করে ফেরদৌস, রিয়াজ, মান্নাসহ অনেক নায়কের সঙ্গেই সফলতার সঙ্গে অভিনয় করেছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে নারগিস আক্তারের ‘মেঘলা আকাশ’, চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’ এবং মোস্তফা কামাল রাজের ‘তারকাঁটা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।
এবারের জন্মদিনটা বেশ বিষাদের। স্বামী ওমর সানী, দুই সন্তান ফারদিন ও ফাইজা কাছে থাকলেও তার মা কাছে নেই। প্রতি বছর মাকে নিয়ে জীবনের নতুন বছর শুরু করেন তিনি। এবার সে সুযোগ হয়নি। তাই অনেক আনন্দের মাঝে মায়ের জন্যও মন খারাপ মৌসুমীর।
Leave a Reply