হঠাৎ বধূ বেশে হাজির হলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম। তবে কি বিয়ে করেছেন তিনি? না সে রকম কিছু নয়। এমবি অ্যাসোসিয়েটস প্রেজেন্টস ব্রাইডাল ফেস্টের জন্য হঠাৎ বধূ সেজে হাজির হলেন তিনি। বৃহস্পতিবার গুলশানে লং বিচ সুইটস ঢাকাতে এমবি অ্যাসোসিয়েটস এর আয়োজনে তৃতীয় সিজনের এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। বউ সাজা, রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মাধ্যমে অনেক প্রতিযোগীর মধ্যে যাচাই বাছাই পরে ২২জন ব্রাইড এবং ২২ জন মেক আপ আর্টিস্ট এতে নির্বাচিত হয়ে অংশগ্রহণ করেন। স্টাইলিং এবং কোরিওগ্রাফিতে ছিলেন রাকিব বাবু।
ব্রাইড হিসেবে অংশগ্রহণ করে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মীম বলেন, ‘জেনে খুব ভালো লাগছে যে এম বি অ্যাসোসিয়েটস ব্রাইডাল সাজ কে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করতে যাচ্ছে। দারুণ একটি আয়োজন, খুব ভালো লাগছে এমন একটি আয়োজনের অংশ হতে পেরে। পরের সিজন গুলোর জন্য শুভকামনা রইলো।’
Leave a Reply