আগের থেকে অনেক ভালো আছেন করোনায় আক্রান্ত ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। কয়েক দিন বিশ্রাম নিলে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন তিনি। অপূর্ব এখন শঙ্কামুক্ত।
জানা গেছে, ভর্তি হওয়ার পর প্রথম দিন অপূর্বর শারীরিক অবস্থা খানিকটা খারাপ ছিল। তবে প্লাজমা দেওয়ার পর তার দুর্বলতা কেটে গিয়েছে। খাওয়া-দাওয়া, ঘুম সবই স্বাভাবিক। উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে কাঁপুনিসহ জ্বর ও শারীরিক দুর্বলতা থাকায় এ অভিনেতাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে পরীক্ষায় তার কোভিড-১৯ শনাক্ত হয়।
Leave a Reply