লাক্স তারকা আজমেরী হক বাঁধন। কঠোর পরিশ্রম ও অভিনয় গুণের মাধ্যমে ইতোমধ্যেই তিনি নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন। জয় করে নিয়েছেন অজস্র দর্শকের মন। এ অভিনেত্রী দীর্ঘদিন ধরে কাজ থেকে দূরে আছেন। তবে এরই মাঝে চুপিসরে একটি কাজ করেছেন তিনি। গোলাম সোহরাব দোদুল পরিচালত ওয়েব চলচ্চিত্র ‘ডার্করুম’। যদিও বাঁধন নাটক জেনেই কাজটি করেছেন তবে এখন ওয়েব চলচ্চিত্র হিসেবে মুক্তি পেতে যাচ্ছে। এ ছবিতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী ও তারিন জাহান। চমক হিসেবে থাকছেন বাঁধন। প্যারাসাইকোলজি থ্রিলার গল্প নিয়ে ওয়েব চলচ্চিত্রটি খুব শীঘ্রই ট্রেলার প্রকাশ হবে। আর এবারের শীতেই আসছে ডিসেম্বরে সিনেম্যাটিক অ্যাপে মুক্তি পাবে ওয়েব চলচ্চিত্রটি।
গত বছরের শেষ দিকে এসে খবর ছড়ায় সিনেমায় অভিনয় করছেন বাঁধন। এজন্য নিজেকে তৈরি করেছেন নতুন আঙ্গিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশও হয় বাঁধনের নতুন লুক। যা বেশ সাড়া ফেলে তার ভক্ত-অনুরাগীদের মধ্যে। কিন্তু কি সেই সিনেমা সেটি জানা যায়নি। বাঁধনও মুখ খুলেননি। পরে জানা যায় বাঁধনের এই সিনেমার নাম ‘মারিয়া’। তবে জানা গেছে নামটি পরিবর্তন হতে পারে। এটি নারী প্রধান একটি চলচ্চিত্র। যেখানে নারীর শক্তি ও ক্ষমতাকে ইতিবাচকভাবে তুলে ধরা হবে। এরইমধ্যে ছবিটির শুটিংও শেষ করেছেন তিনি। ‘মারিয়া’ নামের এই সিনেমাটি পরিচালনা করেছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ।
Leave a Reply