দুই পর্দার জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। সর্বশেষ কক্সবাজারে অংশ নেন শাহীন সুমন পরিচালিত ‘মাফিয়া’ ওয়েব সিরিজের শুটিংয়ে। গেল মাসে হঠাৎ অসুস্থ হয়ে বিশ্রামে চলে যান তিনি। তবে এখন আগের থেকে ভালো আছেন এ অভিনেতা। এক মাস চার দিনের বিশ্রাম শেষে গতকাল মঙ্গলবার ফের লাইট ক্যামেরা অ্যাকশনে ফিরেছেন তিনি। যৌথ পরিচালক কায়সার আহমেদ ও আল হাজেন পরিচালিত চলতি ধারাবাহিক ‘গোলমাল’ নাটকের শুটিং দিয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেন মিলন। অসুস্থ হওয়ার আগে লকডাউন কাটিয়ে বেশ ব্যস্ত হয়ে পড়েন এ অভিনেতা। আজ এ শুটিং তো কাল আরেক শুটিং। দম ফেলার সুযোগ পাচ্ছিলেন না তিনি। হয়তো কাজের ব্যস্ততার কারণে দুর্বল হয়ে পড়েন। তবে আগের থেকে অনেকটা ভালো আছেন আনিসুর রহমান মিলন। অসুস্থতার কারণে ‘গাঙচিল’ ছবির শুটিং সহ একাধিক শুটিং বাতিল করতে হয়েছে তাঁকে। নির্মাতারও তাঁকে এ ব্যাপারে সহযোগিতা করেছেন। মিলনের অসুস্থতা শুনে দোয়া চান শোবিজের সবাই। মিলনের সুস্থতার খবরে সবার মধ্যে স্বস্তি ফিরে আসে।
শুটিংয়ে ফিরে আনিসুর রহমান মিলন বলেন, ‘আগের থেকে অনেকটা সুস্থ বোধ করছি। স্বাস্থ্যবিধি মেনে চলতি ধারাবাহিক ‘গোলমাল’ দিয়ে শুটিংয়ে অংশ নিয়েছি। শুটিংয়ে সবাই সহযোগিতা করছে। আগামীকাল বৃহস্পতিবার এ নাটকের শুটিং শেষ হবে। পরশু থেকে আবারও বিশ্রামে যাচ্ছি। পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত প্রতিটি কাজে কয়েক দিনের বিরতি দিয়ে শুটিং করব। বিশ্রামে থাকলেও অভিনয় খুব মিস করেছি। এখন হাতে যে কাজগুলো রয়েছে সেগুলো শেষ করব। সবাই দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হয়ে কাজে ব্যস্ত হতে পারি।’
Leave a Reply