দেশের প্রখ্যাত সুরকার, গীতিকার এবং পপ ব্যান্ড রেনেসাঁর অন্যতম প্রতিষ্ঠাতা সংগীতশিল্পী নকীব খান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গীতিকার শহীদ মাহমুদ জঙ্গি ও কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
প্রতিবেদনে জানানো হয়েছে, কয়েক দিন ধরে শারীরিকভাবে দুর্বলতা অনুভব করছিলেন নকীব খান। করোনার বিশেষ কোনো লক্ষণ না থাকলেও তিনি নমুনা পরীক্ষা করতে দেন এবং ১২ নভেম্বর রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ আসে। তিনি তাঁর বাসায় আইসোলেশনে রয়েছেন।
Leave a Reply