লাক্স সুন্দরী জাকিয়া বারী মম। নিজের অভিনয় গুণে ইতিমধ্যে ছোট পর্দার দর্শকদের মন কেড়েছেন এই মডেল-অভিনেত্রী। ছোট পর্দার পাশাপাশি বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সেখানেও পেয়েছেন প্রশংসা। চলচ্চিত্র থেকে দূরে থাকলেও বর্তমানে নাটকে অভিনয় নিয়েই বেশি ব্যস্ত তিনি।
সম্প্রতি ‘সেই রাতে কি ঘটেছিল?’ একটি থ্রিলার গল্পে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনত্রেী জাকীয়া বারী মম। তার বিপরীতে অভিনয় করেছেন সমাপ্তি মাসুক। শফিকুর রহমান শান্তুনুর রচনায় নাটকটি নির্মাণ করেছেন দীপু হাজরা। এ প্রসঙ্গে মম বলেন, ‘ব্যতিক্রম একটি গল্পে কাজ করলাম। রোমান্টিক থ্রিলার গল্পে নাটকটি নির্মিত হয়েছে। আশা করছি দর্শকের ভালো লাগবে।’ নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি খুব শীঘ্রই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।
Leave a Reply