নুসরাত ফারিয়া চিত্রনায়িকা হিসেবে এরইমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এবার কন্ঠশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রেখেছেন। ইদানীং গানের প্রতি একটু বেশিই মনোযোগ এ নায়িকার। প্রথম গান ‘পটাকা’ সমালোচিত হলেও দ্বিতীয় গান ‘আমি চাই থাকতে’ প্রশংসিত হয়। এবার তৃতীয় গানে কন্ঠ দিলেন ফারিয়া। শিরোনাম ‘এ বাঁধন যাবে না ছিঁড়ে’। গানটির কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। গানটির সুর-সংগীতায়োজনের পাশাপাশি নুসরাতের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান।
তৃতীয় গান নিয়ে আশাবাদী গায়িকা নুসরাত ফারিয়া। তিনি বলেন, ডিসেম্বরেই মুক্তি পাবে ‘এ বাঁধন যাবে না ছিঁড়ে’ গানটি। মূলত গানটি চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের এবারের আসরের জন্য তৈরি হয়েছে। আমার আগের দুটি গান থেকে এটি একেবারেই আলাদা মেজাজের। আশা করছি, শ্রোতাদের মনে ধরবে। নির্মাণাধীন ফারিয়া অভিনীত নুর ইমরান মিঠুর ‘পাতাল ঘর’ এবং ভারতের জি-ফাইভ প্রযোজিত ওয়েব চলচ্চিত্র ‘যদি…কিন্তু…তবুও…।
Leave a Reply