বিশ্ব ফুটবলের কিংবদন্তি তারকা আর্জেন্টিনার ফুটবলার দিয়েগো ম্যারাডোনা বুধবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে চলে গেলেন না ফেরার দেশে। হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় মারা যান তিনি। আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনার মৃত্যুতে বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তার মৃত্যুতে আর্জেন্টিনায় তিন দিনের শোক শুরু হয়েছে। প্রতিটি অঙ্গনের মানুষই প্রিয় তারকা ফুটবলারকে হারিয়ে শোকে যেন মুহ্যমান! বাংলাদেশের শোবিজ অঙ্গনেও তার গভীর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। ম্যারাডোনার মৃত্যু সংবাদে মন খারাপ নব্বই দশকের নন্দিত চিত্রনায়িকা শাবনাজের। ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সাপোর্টার শাবনাজ।
তিনি জমজমাটকে বলেন, ‘হঠাৎ প্রিয় তারকার মৃত্যুর সংবাদে প্রিয়জন হারানোর মতো কষ্ট অনুভব করছি। তিনি অনেক পছন্দের একজন খেলোয়ার ছিলেন। আমাদের পবিবার প্রচন্ড ফুটবল প্রেমী। ফুটবল মৌসুমে আমাদের বাসায় ফুটবল মাঠের মতো একটা গ্যালারি বসতো। আর্জেন্টিনার খেলা মানেই বাসায় সেদিন অন্যরকম আমেজ। পুরো পরিবার একত্রে খেলা উপভোগ করতাম। পরিবারের সবাই মিলে অনেক আনন্দে মেতে উঠতাম। আপনি (ম্যারাডোনা) সব সময় আমাদের মাঝে আছেন, থাকবেন। আপনার আত্নার শান্তি হোক।’
Leave a Reply