জনপ্রিয় রেডিও চ্যানেল সিটি এফ এম ৯৬.০ এর বহুল প্রচারিত সঙ্গীতানুষ্ঠান ‘গান-টেইনমেন্ট’র বিশেষ পর্বে আর জে জাকির সুমনের সঞ্চালনায় বাংলা ছায়াছবির কালজয়ী কিছু গান শোনাবেন সঙ্গীত শিল্পী রাফি এবং স্মরণ। প্রতিটি পরিবেশনাই হবে তাদের দ্বৈত কণ্ঠে এবং শ্রোতাবৃন্দ নতুনত্ব খুঁজে পাবেন তাদের গানে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে আগামীকাল (২৯ নভেম্বর) রাত ৯:৩০ মিনিটে। যন্ত্র সঙ্গীতে সহযোগিতা করবেন পিয়াস (কাহন), নন্দন (কিবোর্ড) এবং জাকির সুমন (গিটার)। অনুষ্ঠানটি হবে আনপ্লাক ভার্সনের।
সঙ্গীত শিল্পী রাফি বলেন, আমি ও স্মরন এর আগেও দ্বৈত্য কন্ঠে বাংলা ছায়াছবির ৭০-৯০ দশকের বেশ কিছু জনপ্রিয় গান দর্শকদের উপহার দিয়েছি যা শোতারা বেশ ভালো ভাবে নিয়েছে। আশা করি এবারের অনুষ্ঠানের গানগুলোও দর্শক ভালো ভাবে নেবে। আর স্মরণ এই প্রজন্মের একজন সুকন্ঠী ও সুপরিচিত গায়িকা। ওর সাথে কাজ করে বেশ ভালো লাগছে।
Leave a Reply