কন্ঠশিল্পী তাজরীন গহরের পর পর নতুন দুটি একক গান মুক্তি পেয়েছে গত ২৬ ও ২৮ নভেম্বরে। গান দুটি মুক্তি হয়েছে একটি হিউজ স্টিডিও অপরটি জি সিরিজ থেকে। এই দুটি গান দর্শকশ্রোতার মন ছুয়েছে সমানভাবে। তবে দুটি গানের মধ্যে একটি গান সুনাম অর্জন করে ফেলেছেন ইতিমধ্যে। সেটি হচ্ছে ‘নির্জনতায়’। এটি লিখেছেন লুৎফর হাসান ও সুর সংগীতায়োজন করেছেন অটামনাল মুন। গানটি জি সিরিজ থেকে মুক্তি পেয়েছে। গানটি খুবই অসাধারণ হয়েছে বলে জানান এই গানের লেখক এবং সুর ও সংগীতায়োজক। ইউটিউবেও পাচ্ছে প্রশংসা।
এ প্রসঙ্গে কন্ঠশিল্পী তাজরীন গহর বলেন, বাংলা কথাভিত্তিক গান করতে ভালবাসি। দর্শকশ্রোতাদের সামনে আরও কিছু ভালো ভালো নতুন গান উপহার দেব। আমি চাই শ্রোতাদের মনের মতো গান উপহার দিয়ে তাদের উৎসাহিত করতে। সামনে চলার পথ যেন আরও সুগমন হয়। দর্শকদের হৃদয়ে থাকতে চাই সারাজীবন তাহলেই স্বার্থ আমার শিল্পী জীবন।
Leave a Reply