পুরো নাম সৈয়দা মনি চৌধুরী, তবে মনি চৌধুরী নামেই তিনি বেশি পরিচিত। পেশায় একজন ডাক্তার হলেও সম্প্রতি তিনি অভিনয়ে পা রেখেছেন। গেল মাসেই অর্থাৎ নভেম্বরেই তিনি দীপু হাজরা পরিচালিত ৩টি নাটকে অভিনয় করেন। নাটকগুলো হচ্ছে ‘অরুপার গল্প’, ‘গেম অব লাইফ’ ও ‘সেদিন কি ঘটেছিল’। অভিনয়ের পাশাপাশি ঝোক রয়েছে অনুষ্ঠান উপস্থাপনারও। তাই একুশে টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ‘হেলদি লাইফ’র তিনি নিয়মিত উপস্থাপক। বাবা সৈয়দ আ: সালাম চৌধুরী একজন সরকারী কর্মকর্তা ছিলেন এবং মা নাছিমা চৌধুরী গৃহিনী। তাঁদের চার সন্তানের মধ্যে মনি সবচেয়ে বড়। মনির ব্যাপারে বাবা মায়ের সব সময় স্বাধীনতা ছিল। তারা জানতো তার মেয়ে যে বিষয়েই যাক না কেন অবশ্যই ভালো কিছু করবেই। তাই মনিও তার ঐকান্তিক চেষ্টায় আজ একজন প্রতিষ্ঠিত ডাক্তার। আর নিজের শখের জায়গাটা পাকাপোক্ত করতেই শুরু করলেন নতুন ইনিংস আর তা হলো অভিনয়। প্রথম ক্যামেরার সামনের অভিজ্ঞতার সম্পর্কে বলতে গিয়ে মনি বলেন, প্রথমে বেশ নার্ভাস ছিলাম। কিছুটা ভয়ও কাজ করছিলো। কিন্তু দীপু ভাই অ-ভয় দিলেন, বেশ সাহায্য করলেন তখন আর সমস্যা হয়নি।
মনির শুরুটা ২০০১-২০০২ এর গোড়ার দিকে ‘নতুন কুঁড়ি’তে। গান, কবিতা, আবৃত্তি এই তিন বিষয় দিয়ে। শুরুতে বেশ শক্ত অনুশীলন ছিলো বলেই হয়তো অভিনয়টা বেশি বেগ পেতে হয়নি। তিনি বলেন, সব সময় ভালো কাজের অনুপ্রেরণা আমার পরিবারের কাছ থেকেই পেয়েছি। আজও তার ব্যতিক্রম হয়নি। তাইতো খুব সহজে কাজটি করতে পারছি। তার কথায় এটাও স্পষ্ট হল ভবিষ্যতে ভালো কোন চরিত্র পেলে ফিল্মেও তার কাজ করতে আপত্তি নেই। তাবে সবার আগে ডাক্তারী পেশা তারপর অন্য কিছু। ভবিষ্যতে নিজেকে কোন জায়গা দেখতে চান? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভবিষ্যতে নিজেকে একজন ভালো অভিনেত্রী হিসাবে দেখতে চাই। আমরা যারা নতুন তাদের কাজ দেখে দর্শকরা যদি তাদের ভুলগুলো ধরিয়ে দেন তাহলে আগামীতে আরো অনেক নতুনেরা এই পেশায় আসতে আগ্রহী হবে।
Leave a Reply