মডেল-অভিনেত্রী সুস্মি আহসান। অভিনয়ের শুরুটা হয়েছিল মুরাদ পারভেজ এর ধারাবাহিক নাটক ‘রেডিও জকি এবং কতিপয় গল্প’ দিয়ে। প্রথম নাটকেই সাবলীল অভিনয়ে সবার নজর কেড়েছিলেন। এরপর একই পরিচালকের একক নাটক ‘সেই রাতে বৃষ্টি ছিলো’তে সজল এর সাথে জুটি বেঁধে তার অভিনয় প্রতিভার সাক্ষর রাখেন। এরপর বেশ কিছু বিজ্ঞাপনের মডেল হয়েছেন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিউটি-২’ এবং ‘অন্তহীন’ তাকে নিয়ে গেল ভিন্ন মাত্রায়। ধীরে ধীরে শিখতে থাকলেন অভিনয়। তারপর অনেক দিন বিরতি। গ্রাজুয়েশন করার জন্য চলে গেলেন চায়নায়।
হঠাৎ বৈশ্বিক মহামারী করোনার কারনে দেশে ফিরতে বাধ্য হলেন। এরপর শুরু হলো নতুন ধারাবাহিক নাটক ‘স্মৃতির আলপনা আঁকি’র কাজ। ড. মাহফুজুর রহমান এর উপন্যাসের চরিত্র কল্পনা ব্যানার্জীকে দর্শকের কাছে জীবন্ত করে তুললেন। ১৯৬৫ সাল। এই সময়ের একটা মধ্যবিত্ত হিন্দু ব্রাহ্মণ ঘরের নারী চরিত্রে সত্যিই তাকে দারুণ মানিয়ে যায়। যেমন প্রেমময়ী, তেমনি কৌশলী ত্রিমাত্রিক চরিত্র। আর কি তার বাচিক অভিনয় এবং কি আঙ্গিক অভিনয় দুটোতেই তিনি পারঙ্গম। প্রিওডিকাল গেট আপ-এ মেক আপ-এ সত্যিই দারুণ। বোঝাই যায় এই চরিত্রে অভিনয়ের জন্য ছিল তার যথেষ্ঠ প্রস্তুতি। আর তাই অনেক অভিনেতা-আভিনেত্রীদের মাঝে তাকে সবার থেকে আলাদা করে চোখে পড়েছে। ‘স্মৃতির আলপনা আঁকি’ ধারাবাহিকটি প্রচার হছে এটিএন বাংলায় প্রতি রবি থেকে বৃহস্পতিবার।
Leave a Reply