সম্প্রতি নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মায়াজাল’, ‘স্বপ্ন ভাঙ্গা ঢেউ’ ও ‘বিবাহ বিভ্রাট’। এগুলো নির্মাণ করেছেন আহমেদ জসিম। এতে অভিনয় করেছেন তানিয়া রেজা তন্নী, নাদিয়া ইসলাম, কাজী কামাল, তারেক, রিয়াজ, আল আমিন, মুন্না, জান্নাত সহ অনেকে।
মানুষের দৈনন্দিন জীবনের সকল ঘটনা, বেঁচে থাকার জন্য জীবন যুদ্ধ তারপরেও আনন্দকে পাবার এক বিশাল মহাজগৎ। এই জাগতিক ভাবনার মধ্য দিয়ে এগিয়ে চলা গল্পের একেকটি দৃশ্য দর্শকের ভালোবাসা পাবে এমন প্রত্যাশা আহমেদ জসিমের। তিনি জানান চলতি মাসেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তিনটি একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
Leave a Reply