দীর্ঘ বন্ধুত্ব ও প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী অপর্ণা ঘোষ। পাত্রের নাম শক্রজিৎ দত্ত। জাপানের একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। জানা যায়, সোমবার (৭ ডিসেম্বর) রাতে একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল তাদের আশীর্বাদ অনুষ্ঠানের। সেখানে উপস্থিত ছিলেন অপর্ণা ও শক্রজিতের পরিবারের সদস্যারা। ছিলেন পরিচালক শাফায়েত মনসুর রানা, অভিনেতা ইরফান সাজ্জাদসহ আরও বেশ কয়েকজন।
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল অপর্ণা ঘোষ। মঞ্চ নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করেন। পরবর্তীকালে ‘তবুও ভালোবাসি’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ছোট পর্দায় অভিনয় শুরু করেন। এবং মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালিত ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ চলচ্চিত্রের মাধ্যমে তার বড়পর্দায় অভিষেক ঘটে। এছাড়াও বিভিন্ন টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন অপর্ণা। তিনি ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা পাঁচের একজন নির্বাচিত হন। চলচ্চিত্রে অভিনয় করেই ২০১৩ সালে ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন দর্শকনন্দিত অভিনেত্রী অপর্ণা ঘোষ। বর্তমানে ছোটপর্দা ঘিরেই অপর্ণার সকল ব্যস্ততা।
Leave a Reply