অভিনেতা মৃণাল দত্ত এক সময় এনটিভির প্রযোজক হিসেবে পরিচিত ছিল। কিন্তু অভিনেতা হিসেবে তার চাহিদা বৃদ্ধি পাওয়াতে চাকরি ছাড়তে বাধ্য হলেন। বর্তমানে তিনি বড় ও ছোটপর্দায় সমান তালে ব্যস্ত। ১১ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে তানভীর মোকাম্মেল পরিচালিত চলচ্চিত্র ‘রূপসা নদীর বাঁকে’। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন মৃণাল।
এ প্রসঙ্গে মৃণাল বলেন, ১১ নভেম্বর আমার অভিনীত যে সিনেমাটি মুক্তি পাবে তা দর্শকদের কাছে ভালো লাগবে আশা করি। ‘রূপসা নদির বাঁকে’ শিল্পমানে উত্তীর্ণ একটি বাণিজ্যিক ছবি। দেশের পাশাপাশি বিশ্বের অনেক দেশে এই চলচ্চিত্র প্রদর্শিত হবে।
উল্লেখ্য, এর আগে মৃণাল ১৯ টি চলচ্চিত্রসহ প্রায় সেঞ্চুরির কাছাকাছি টিভি নাটকে অভিনয় করেছেন। থিয়েটার করে আসা এই অভিনেতার আরো কিছু সিনেমার কাজ চলছে। কিছু সিনেমা মুক্তির প্রক্রিয়ায় রয়েছে। তার মধ্যে রয়েছে- অনন্য মামুনের ‘নবাব এলএলবি’, মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’, সোয়াইবুর রহমান রাসেলের ‘নন্দিনী’ এবং বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত ‘চিরঞ্জীব মুজিব’ ইত্যাদি।
Leave a Reply