শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন
Uncategorized

বিজয় দিবসে রাফি-স্মরণ

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

বিজয় দিবস উপলক্ষে জনপ্রিয় রেডিও চ্যানেল সিটি এফএম ৯৬.০ এর বহুল প্রচারিত সঙ্গীতা অনুষ্ঠান ‘গান টেইনমেন্ট’র বিশেষ পর্বে আর. জে. জাকির সুমনের সঞ্চালনায় দেশের গান নিয়ে এই প্রজন্মের দুইজন উদীয়মান জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাফি ও স্মরণ গান শোনাবেন।

এ সম্পর্কে সঙ্গীত শিল্পী স্মরণ বলেন, আমরা গত ২৯ শে নভেম্বর সিটি এফএম এর বিশেষ সঙ্গীতানুষ্ঠান গান টেইনমেন্টের মাধ্যমে আমি ও রাফি ভাইয়া শ্রোতাদের বাংলা ছায়াছবির জনপ্রিয় কিছু গান শুনিয়েছি। পরিবেশনার সকল গান গুলো ছিলো দ্বৈত কণ্ঠের। এবার বিজয় দিবসকে সামনে রেখে আগামী ১৩ই ডিসেম্বর আমরা কেবল দেশের গান শোনাবো ‘গান টেইনমেন্টর’ দর্শকদের। গান গুলোর মধ্যে একটু ভিন্নতা থাকবে কিছু গান একক ও কিছু গান দ্বৈত কণ্ঠে পরিবেশন করবো। আশা করছি এবারের অনুষ্ঠানটিও দর্শকপ্রিয়তা পাবে।

রাফি বলেন, ধন্যবাদ সিটি এফএম ও জাকির সুমন ভাইয়াকে পরপর এমন বিশেষ অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। যন্ত্রসঙ্গীতে থাকবেন কীবোর্ড রব,  কাহন রাজিব, পার্কেশোন পিয়াস ও গিটারে আর. জে জাকির সুমন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ