নতুন স্বাভাবিক অবস্থায় দীর্ঘ সাত মাস পর স্বাস্থ্যবিধি মেনে গেল ১৬ অক্টোবর খুলেছে দেশের প্রেক্ষাগৃহ। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে এবারই প্রথম দুই ঈদ ছিল সিনেমা বিহীন। যা বাংলা সিনেমার জন্য বিরল রেকর্ড। সিনেমা হল খোলার প্রথম দিনে মুক্তি পায় মানহীন একটি সিনেমা। ছবিটি দর্শক টানতে ব্যর্থ হয়। এরপর সিনেপ্লেক্স এর সব কয়টি শাখায় মুক্তি পায় ‘ঊনপঞ্চাশ বাতাস’ নামের একটি ছবি। যদিও দর্শকের কাছে ছবিটির ব্যাপারে জানাতে ব্যর্থ হয় পরিচালক ও শিল্পীবৃন্দ। যতদূর জানা গেছে ভালো গল্পের একটি ছবি ছিল ‘ঊনপঞ্চাশ বাতাস’। তবে সিনেমা হলে মুক্তি না পাওয়ার কারণে ছবিটির ব্যাপারে অবগত ছিলেন না দর্শকরা। মাঝে লম্বা বিরতি। এতোদিন সিনেমা সংকটে ছিল হল মালিকরা। অনেকে লোকশানের কারণে সিনেমা হল বন্ধ করে দেওয়ার কথা ভাবছেন। এমন অবস্থায় স্বস্তির বাতাস দেয় বহু প্রতিক্ষীত ‘বিশ্বসুন্দরী’ সিনেমাটি।
সিনেমা ‘হল বাঁচাতে’ আগামীকাল (১১ অক্টোবর) ২৫টির মতো প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিয়াম ও পরীমনি অভিনীত নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’। এর কাহিনি ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান। এতে আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, মুনিরা মিঠু, আনন্দ খালেদ, হীরা, সুজন, সীমান্ত সহ আরো অনেকে। করোনাকালে ছবিটি নিয়ে আশাবাদী চিত্রনায়ক সিয়াম আহমেদ। তিনি বলেন, দীর্ঘ দিন পর হল বাঁচাতে ঝুঁকি নিয়ে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। দর্শকের উচিত ছবিটি গ্রহণ করা। নির্মাতার প্রথম ছবি হিসেবে তিনি সেরাটা দিয়ে চেষ্টা করেছেন। এটি ভালো গল্পের একটি ছবি। প্রথম ছবি হিসেবে পরীমনির সাথে বেশ রসায়নও ছিল। করোনাকালে মুক্তি পেলেও তিনি ছবিটি নিয়ে কোন শঙ্কা দেখছেন না। তিনি বিশ্বাস করেন দর্শক ছবিটি দেখতে হলে আসবেন।
Leave a Reply