শোবিজে ফের করোনার থাবা। এবার করোনায় আক্রান্ত হয়েছেন চিত্রনায়ক আরিফিন শুভ, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও নির্মাতা শিহাব শাহীন। জানা গেছে, গত ৯ তারিখ শুটিং করেন শিহাব শাহীন ও নুসরাত ফারিয়া। দুজনের করোনা উপসর্গ থাকায় শুটিং বন্ধ করে দিয়েছেন। ফারিয়া করোনা টেস্ট করলে পজিটিভ এসেছে। তবে শিহাব শাহীন করোনা টেস্ট না করলেও করোনার উপসর্গ থাকায় ধরে নিয়েছেন করোনা পজিটিভ। অন্যদিকে গত ৯ ডিসেম্বর আরিফিন শুভ শুটিংয়ে হঠাৎ অসুস্থ অনুভব করলে বিরতি নেন। কোভিড-১৯ পরীক্ষা করলে আজ (১২ ডিসেম্বর) তার ফল পজিটিভ এসেছে।
নুসরাত ফারিয়া জানান, আগের থেকে এখন একটু ভালো আছি। আপাতত কোনো উপসর্গ নেই। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আইসোলেশনে আছি। সবাই দোয়া করবেন দ্রুত যেন সুস্থ হয়ে কাজে ফিরতে পারি। ‘কন্ট্রাক্ট’ ও ‘যদি কিন্তু তবু’ নামের ওয়েব ফিল্ম দুটিরই প্রযোজক ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভ। এর আগে শিহাব শাহীনের প্রজেক্টটি দুই দফা করোনার কারণে স্থগিত হয়। প্রজেক্টের নায়ক অপূর্ব করোনাক্রান্ত হয়ে আউসিইউ পর্যন্ত ঘুরে এসেছেন।
Leave a Reply