নতুন বছরকে সামনে রেখে নতুন একটি গানে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী প্রতীক হাসান। শিরোনাম ‘তুমি আমার বাবু আমি তোমার বেবী’। তার সঙ্গে গেয়েছেন সংগীতশিল্পী বেলী আফরোজ। দর্শকপ্রিয় গীতিকার সুদীপ কুমার দীপ এর কথায় সুর ও সংগীত আয়োজন করেছেন ইফতেখার লেলিন। রবিবার রাজধানীর মগবাজারের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। গানচিত্রের ব্যয় বহুল মিউজিক ভিডিও নির্মাণ করবেন মাইকেল বাবু ও রতন।
প্রতীক হাসান বলেন, ‘নতুন বছর সামনে রেখে নতুন একটি গানে কন্ঠ দিলাম। নতুন বছরের শুরতেই গানটি মুক্তি পাবে। গানের কথাগুলো দারুণ। বরাবরের মতো দর্শক ভিন্ন কিছু পেতে যাচ্ছে।’
মাইকেল বাবু ও রতন বলেন, ‘গানের ব্যয় বহুল একটি ভিডিও নির্মাণ হবে এফডিসিতে। যেখানে ১০০ ছেলে-মেয়ে অংশ নিবে। তাছাড়া গানের মডেল হিসেবে এ প্রজন্মের একজন জনপ্রিয় চিত্রনায়ক রয়েছেন। খুব শীঘ্রই এস এইচ ভিশনের ইউটিউব চ্যানেলে গানচিত্রটি মুক্তি পাবে। আশা করছি দর্শক গানটি পছন্দ করবে।’
Leave a Reply