ছোটপর্দার অভিনয়শিল্পী মনোজ প্রামাণিক ও ফারিয়া শাহরিন জুটি বেঁধে অভিনয় করেছেন আসন্ন ভালোবাসার জন্য নির্মিত ‘মোনালিসা’ শিরোনামের একটি নাটকে। মোনালিসা নাম ভূমিকায় অভিনয় করেছেন ফারিয়া শাহরিন। আরও অভিনয় করেছেন মীর জাহিদ হাসান, নিথর মাহবুব, মম শিউলি, সালমান শাহরিয়ার প্রমুখ। মেহরাব জাহিদের গল্পে নাটকটির চিত্রনাট্য করেছেন আহমেদ ফারুক। পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ।
নাটকের গল্পের নায়ক রতন অমর চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ছবি মোনালিসাকে সব সময় লালন করে। রতনের সেই লালন করা ছবি মোনালিসার মত একটি মেয়েকে সে বাস্তবেই পেয়ে যায়। রতন এতিমখানার এক আসহায় ছেলে। আর মোনালিসা মফস্বলের একটা টেইলার্সে কাজ করে। নদী পথে নৌকা পার হবার সময় রতন এর সাথে মোনালিসার দেখা হয়। এভাবে তাদের মাঝে ভাল লাগা তৈরি হয়। একটা সময় রতন মোনালিসাকে তার জীবন থেকে হারিয়ে ফেলে। নাটকের গল্পটি এভাবেই এগিয়ে যায়। নাটকটি প্রযোজনা করেছেন মারুফ আহমেদ খান রিজভী। প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব ফিল্ম ইন্টারন্যাশনাল। নির্মাতা জানিয়েছেন আসন্ন ভালবাসা দিবসে একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে।
Leave a Reply