বিপাশা কবির ছবিতে অভিনয় করছেন অনেক আগে থেকেই। বিশেষ করে ছবির আইটেম গানে পারফর্ম করে আলোচনায় আসেন তিনি। তবে চরিত্রানুযায়ীও তিনি ছবিতে সফল একজন অভিনেত্রী। নতুন একটি ছবিতে অভিনয় করছেন বিপাশা। রোমান্টিক, থ্রিলার, অ্যাকশন ধাঁচের ‘গিভ অ্যান্ড টেক’ সিনেমাটি সোমবার থেকে রাজধানীর উত্তরায় শুটিং শুরু হয়েছে। ছবিটি পরিচালনা করছেন অপূর্ব রানা। ছবির প্রতিটি চরিত্রই নেগেটিভ।
নতুন স্বাভাবিক অবস্থায় ‘সোলমেট’ নামের একটি ওয়েব চলচ্চিত্রে কাজ করেছেন বিপাশা কবির। অচিরেই এটি মুক্তি পাবে। এছাড়া স্বল্পদৈর্ঘ্য একটি ছবিতেও এই অভিনেত্রী অভিনয় করেছেন। এটির নাম ‘দ্য নিউ নরমাল’। পরিচালনা করেছেন সোহেল রানা বয়াতি। লাক্স তারকা বিপাশা কবিরের ইতোমধ্যে চলচ্চিত্র নায়িকা হিসেবে কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে। এখন তিনি নায়িকা হিসেবেই বড় পর্দায় কাজ করছেন। এর আগে বিপাশা নিয়মিত চলচ্চিত্রের আইটেম গানে পারফর্ম করেছে। পারফর্ম করে দর্শকও মাতিয়েছেন তিনি।
Leave a Reply