অভিনয়শিল্পী নয়ন চৌধুরী। শুরুটা বিজ্ঞাপন দিয়ে। নগদ, প্রান আপ, কোকোল সহ নামিদামি পণ্যর বিজ্ঞাপনে মডেল হয়েছেন। এরপর কাজ করেছেন নাটকে। প্রথম নাটক ছিল ‘অর্কিট’। এখন নিয়মিত নাটকে কাজ করছেন তিনি। এরইমধ্যে ৯টির মতো বিজ্ঞাপন চিত্র, ১৫টির মতো কাজ করেছেন নয়ন। বর্তমানে নাটকেই ব্যস্ত তিনি। চলতি ধারাবাহিক সোহেল তালুকদার পরিচালিত একুশে টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘ভ্যাজাইল্লা গ্রাম’। জানুয়ারিতে নতুন একটি ধারাবাহিক ও বিজ্ঞাপন প্রচারের অপেক্ষায়।
নয়ন বলেন, ‘আমার ভাবনা জুড়ে শুধুই অভিনয়। নিজেকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা করতে এখনও শিখছি। মাঝে সিনেমার প্রস্তাব পেয়েছিলাম তবে পছন্দ মতো গল্প ও চরিত্র পাইনি বলে করা হয়নি। ভালো একটি কমার্শিয়াল গল্পে কাজ করতে চাই। যেখানে অভিনয়ের সুযোগ থাকবে। অভিনয়ে নিজেকে ব্যস্ত রাখতে চাই।’
Leave a Reply