কলকাতার তুমুল জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী। সংসদ সদস্য হিসেবেও নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন তিনি। নিয়মিতভাবে অসহায় মানুষের পাশে ছুটে গিয়েছেন। বর্তমানে চলচ্চিত্রের পাশাপাশি গানও গাইছেন মিমি। তার গাওয়া কিছু গান প্রকাশিত হয়েছে। দিদি একটু সাহায্য করবেন! মিমি চক্রবর্তীর গানের টিজারের বিজ্ঞাপনে অনুরাগীদের প্রশংসার মধ্যেই এসে পড়েছিল এই আবেদন। চোখ এড়াল না অভিনেত্রীর। ২৪ ঘণ্টার মধ্যে দেখলেন, জবাবও দিলেন। সামাজিক মাধ্যমের পাতাতেই সাহায্য চাওয়া তরুণকে লিখলেন, নিশ্চয়ই করব, তোমার নম্বর আমাকে মেসেজ করে পাঠাও।
রাজনীতিতে আসার পর যাদবপুরের সাংসদ মিমি এর আগেও নানা সামাজিক কাজে এগিয়ে এসেছেন। এবারেও তার অন্যথা হল না।মিমির কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন নন্দগোপাল জানা নামে বিশেষভাবে সক্ষম এক তরুণ। নিজের পরিচয় দিয়ে টুইটারে নন্দ জানিয়েছেন, দিদি আমি একজন প্রতিবন্ধী। আমাকে সাহায্য করুন। আপনাদের কাছে আমি টাকা চাইছি না। তবে আমার পা আগুনে পুড়ে গিয়েছে। আমাকে সাহায্য করুন প্লিজ। তারই উত্তরে সাহায্যের আশ্বাস দিয়েছেন মিমি। সূত্র- আনন্দবাজার পত্রিকা।
Leave a Reply