শোবিজে ফের করোনার থাবা। এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা সেলিম আহমেদ। আজ সকাল ৯:৩০ মিনিটে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আসগর আলী হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সেলিমের শারীরিক অবস্থা স্থিতিশীল হলে নতুন ধরণের মেডিসিন প্রটোকল তৈরি করে প্রয়োগ করা হয় তাতে করে ইতিবাচক সাড়া মিলে।
এর আগে ম্যাসিভ হার্ট এ্যাটাক করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কয়েক দিন মৃত্যুর সাথে লড়াই করে সবাইকে কাদিয়ে না ফেরার দেশে চলে যান এ অভিনেতা। সেলিম আহমেদ ছিলেন একাধারে ভাস্কর, চিত্রকর, কবি, নাট্যশিল্পী ও গ্রাফিক ডিজাইনার।
Leave a Reply