কক্সবাজারের মনোরম লোকেশনে শুরু হয়েছে রাজ মাল্টিমিডিয়ার আটটি টেলিভিশন নাটকের কাজ। চারজন পরিচালক এ আটটি কাজ করবেন। যার মধ্যে আছে ছয়টি খন্ড নাটক ও দুটি টেলিছবি। চার নির্মাতা হলেন দীপু হাজরা, বি ইউ শুভ, সাখাওয়াত মানিক ও আসাদুজ্জামান আসাদ। আজ (২৪ ডিসেম্বর) থেকে শুরু হয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত শুটিং চলবে বলে জানা গেছে। রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার অভিনেতা নজরুল রাজ বলেন, আমরা সবসময় দর্শককে পরিচ্ছন্ন বিনোদন দিতে চাই। এজন্য নিয়মিত ভালো কাজ করার চেষ্টা করছি। সে ধারাবাহিকতায় এবার ছয়টি সিঙ্গেল ড্রামা ও দুটি টেলিফিল্ম নির্মাণ করছি। অন্যান্য কাজের মতো এগুলোও দর্শকের ভালো লাগবে বলে আশা করছি।
নজরুল রাজ জানিয়েছেন তিনি তিনটি খন্ড নাটক ও একটি টেলিছবিতে অভিনয় করছেন। তিনি বলেন, আমি চারটি ফিকশনে কাজ করছি। চার নির্মাতা আমাকে নিয়ে চারটি কাজ করছেন। জানা গেছে, রাজ মাল্টিমিডিয়ার এ কাজগুলোয় অভিনয় করছেন সজল, সারিকা, মনোজ প্রামানিক, শবনম ফারিয়া, মাসুম বাশার প্রমুখ। এরই মধ্যে চার নির্মাতার সাথে সজল, সারিকা ও নজরুল রাজ কক্সবাজার গিয়ে পৌঁছেছেন। মনোজ প্রামানিক ও শবনম ফারিয়া আগামীকাল (২৫ ডিসেম্বর) কক্সবাজার আসবেন বলে জানান রাজ।
Leave a Reply