ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী আনিসুর রহমান মিলন, নাদিয়া আহমেদ, জামিল হোসেন সম্প্রতি এক সঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। নাম ‘নো চিন্তা ডু ফুর্তি’। ক্রাউন এন্টারটেইনমেন্ট প্রযোজিত নাটকটি পরিচালনা করেছেন আদিবাসী মিজান। এতে আরও অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল, তাহলিনা ইমলাম তন্মী প্রমুখ। আজ মঙ্গলবার রাত ৯টা ৫ মিনিটে নাটকটি বাংলাভিশনে প্রচারিত হবে, বিষয়টি নিশ্চিত করেন ক্রাউন এন্টারটেইনমেন্ট এর ডেপুটি সিইও তাজুল ইসলাম।
নাটকে একটি টাইটেল গান গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসান। ‘নো চিন্তা ডু ফুর্তি’ নাটকের কথা ও সুর করেছেন দর্শকপ্রিয় গীতিকার শোয়েব চৌধুরী। গানটির সঙ্গীত আয়োজন করেছেন রানা আকন্দ। এ প্রসঙ্গে আনিসুর রহমান মিলন, ‘নাটকটি হাস্যরসে ভরপুর। কমেডি গল্পে এটি নির্মিত হয়েছে। কমেডি গল্প হলেও দর্শক একটি বার্তা পাবে। আশা করছি দর্শক নাটকটি পছন্দ করবে।’
Leave a Reply