শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৬:১৪ পূর্বাহ্ন
Uncategorized

টেলিছবি ‘একজন দুর্বল মানুষ’

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

মুক্তিযুদ্ধকালীন সময়ে এক মা ও সন্তানের হারিযে যাওয়া গল্প নিয়ে ড. মুহম্মদ জাফর ইকবালের রচনা, উদয় হাকিমের চিত্রনাট্য এবং রাজু আলীম এর পরিচালনায় টেলিছবি ‘একজন দুর্বল মানুষ’। আজ (৩০ ডিসেম্বর) বিকাল ৫টা ২০ মিনিটে প্রচার হবে চ্যানেল আইতে। সন্তান হারা মা প্রতীক্ষায় আছে, কখন আসবে আমার খোকা? ‘মা মা’ বলে ডাকবে। দৈর্ঘ্য নয়, তীব্রতাই জীবনের সবকিছু। ধুঁকে ধুঁকে বেঁচে থাকা নয়, প্রচণ্ড উত্তাপে ছারখার করে দেয়াই হচ্ছে জীবন। শত্রুর মার খাওয়া নয়, অস্ত্র হাতে তার হৃৎপিণ্ড ছিন্নভিন্ন করে দেয়াই জীবন। পিশাঁচের যে দল শওকতকে টেনে হিচড়ে মৃত্যু’র বধ্যভূমিতে নিয়ে গিয়েছিল-সে ক্ষতবিক্ষত পঙ্গু নয়, সে ছিল জীবনের ঐশ্বর্যে উজ্জ্বল। যা বলছি সত্যি! শওকত নামের উনিশ বছরের একটি ছেলে সত্যি সত্যি মৃত্যু’র মুখোমুখি এসেও প্রচণ্ড অহংকারে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল। কী এক আলোকময় জীবন? ভয়ংকর পৌরুষত্ব তার চোখে-মুখে। অনাগত বিজয় ও সৌন্দর্য তার চেহারায়। এ সন্তানের অপেক্ষায় পথ চেয়ে বসে আছে মা।

সন্তান হারা মায়ের কাছে শওকতের প্রতিমূর্তি’র বিবরন হৃদয়ে ধারন করে শওকতকে খুঁজে বেড়ায় রোকসানা নামের একটি মেয়ে। টেলিছবিটিতে অভিনয় করেছেন সজল, মোনালিসা, সঙ্গীতা চৌধুরী, আশরাফ কবির প্রমূখ। উল্লেখ্য, একই দিনে রাত ৯টয় ডিজিটাল প্লাটফর্ম চ্যানেল আই ফেসবুক পেইজ এবং চ্যানেল আই ইউটিউবে রিলিজ দেওয়া হবে ‘একজন দুর্বল মানুষ’।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ