ফোক গান গেয়েই শ্রোতাদের হৃদয় জয় করেছেন সঙ্গীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। তবে সারা বছরই নতুন গানে কণ্ঠ দেন তিনি। এ করোনাকালেও গান প্রকাশ করা থেকে বিরত ছিলেন না। সম্প্রতি নতুন একটি সিনেমার গানে কন্ঠ দিয়েছেন সালমা। গানের নাম ‘কি বা আশায়’। নির্মাতা রুবেল আনুশ নির্মাণ করছেন ‘হায়দার’। নির্মিতব্য এ সিনেমার জন্য সম্প্রতি গানের রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন সালমা। গানটি লিখেছেন ছবির পরিচালক রুবেল আনুশ। এর সুর ও সংগীতায়োজন করেছেন সোহেল রাজ।
কণ্ঠশিল্পী সালমা বলেন, ‘ধীরে ধীরে করোনার ভয় কাটিয়ে পৃথিবী স্বাভাবিক হয়ে উঠছে এটাই আনন্দের। সেই আনন্দে নতুন মাত্রা দিলো ‘হায়দার’ সিনেমার এই গানটি। এর মধ্য দিয়ে অনেকদিন পর প্লেব্যাক করলাম। বেশ দারুণ হয়েছে গানটি।’
Leave a Reply