নতুন বছরের প্রথম দিন একটি কাভার সং নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে এলেন কন্ঠশিল্পী জান্নাত পুষ্প। ‘এই মেঘলা দিনে’ শিরোনামের গানটি কাভার করেছেন তিনি। গানটিতে তার সঙ্গে দ্বৈত কন্ঠ দিয়েছেন আপন। এটির নতুন সংগীতায়োজন করেছেন মো: রনি হোসেন। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন তানভীর শেহজাদ। এতে মডেল হয়েছেন জান্নাত পুষ্প ও মাশরুর রহমান। মিউজিক ভিডিওটি জান্নাত পুষ্পের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেই প্রকাশ করেছেন তিনি।
গানটি নিয়ে জান্নাত পুষ্প বলেন, ‘এটি অনেক জনপ্রিয় একটি গান। গান প্রিয় শ্রোতাদের মুখে মুখে এই গান শোনা যায়। আমারও ভীষন পছন্দের এটি। ভালো লাগা থেকেই গানটি নতুন ভাবে করেছি। আশা করছি শ্রোতারা আমার কন্ঠেও গানটি পছন্দ করবেন।’
Leave a Reply