এ সময়ের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রোবেনা রেজা জুঁই। বর্তমানে নাটকে ব্যস্ত তিনি। নতুন বছরে প্রথম দিনেই শুটিংয়ে ব্যস্ত হয়েছেন জুঁই। এরইমধ্যে আসছে ঈদের জন্য নাটক নির্মাণ শুরু হয়েছে। সম্প্রতি জুঁই ঈদের জন্য নির্মিত দুটি নাটকে অংশ নিয়েছেন। পরিচালক সাগর জাহানের নির্দেশনায় কাজ করছেন দুটি সাত পর্বের ধারাবাহিক নাটক ‘মিলব্যারাক কল্যাণ সমিতি’, ও ‘তালমিছরি না হাওয়াই মিঠাই-২’।
এ প্রসঙ্গে জুঁই বলেন, ‘বছরটি শুরু করেছি ধারাবাহিক নাটক দিয়ে। দুটি নাটকের গল্পই ব্যতিক্রম। বর্তমানে যে ধরনের নাটক নির্মাণ হয় তার থেকে আলাদা। আশা করছি নাটক দুটি প্রচার হলে দর্শক পছন্দ করবে।’
এদিকে, গত বছর ২০১৯-২০২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ‘গাঙকুমারী’ সিনেমায় অভিনয় করছেন জুঁই। সিনেমাটি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ইতিমধ্যে ‘গাঙকুমারী’তে আমার অংশের কাজ ৮০ ভাগ শেষ হয়েছে। বাকি কাজ করবো এ মাসে। ছবিটি নিয়ে আশাবাদী।’
Leave a Reply