এক সময় ভালো আয় হলেও কয়েক বছর ধরে লোকসানে রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। ফলে প্রতিষ্ঠানটির কর্মীরা ঠিকমতো বেতন-ভাতা পান না। কর্মীদের বেতন-ভাতা পরিশোধের জন্য ৭ কোটি টাকা অনুদান দিয়েছে সরকার। তথ্যটি নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব (বাজেট-১) মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘অর্থ বিভাগ থেকে এফডিসি কর্তৃপক্ষকে ৭ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। এই টাকা দিয়ে কর্মীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করবেন তারা। ইতিমধ্যে অনুদানের টাকা উত্তোলন করেছে এফডিসি।
জুলাইয়ে বেতন-ভাতা বাবদ ১৮ কোটি টাকার সঙ্গে অবসরে যাওয়া এফডিসির ৭২ কর্মীর আনুতোষিক (গ্রাচুইটি) ও ছুটির নগদায়ন বাবদ পাওনা ১০ কোটি ৭০ লাখ টাকা চেয়ে আবেদন জানিয়েছিল এফডিসি। ২০২০ সালের মে মাসের শুরুর দিকে অর্থ চেয়ে তথ্য মন্ত্রণালয় বরাবর আবেদন পাঠিয়েছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। তার পরিপ্রেক্ষিতে এই অনুদান দেওয়া হয়েছে। এর আগে গত বছরের মে মাসেও ৬ কোটি ৩০ লাখ টাকা ‘অনুদান’ নিয়ে মার্চ ও এপ্রিল মাসের বকেয়া বেতন পরিশোধ করেছে এফডিসি।
Leave a Reply