অবশেষে আড়াল ভাঙলেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। আড়াল ভেঙে নিজের অবস্থানের জানান দিলেন এ নায়িকা। বর্তমানে নিজ বাসা উত্তরাতেই আছেন তিনি। আড়ালে থাকার কারণ জানিয়েছেন, কিন্তু রহস্য জিইয়েই রেখেছেন এ নায়িকা। তবে বুবলীর এমন কথায় খুশি হতে পারেননি চলচ্চিত্রপাড়ার অনেকে। তারা মনে করছেন, আড়ালে থাকার মূল কারণ এখনও জানাননি। বুবলীর নীরবতা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। ধারণা করা হয়েছিল, সেসব প্রশ্নের উত্তর জানাবেন এ নায়িকা। কিন্তু তিনি এখনও লুকোচুরি করছেন বলে মত অনেকের।
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে যখন নিউ ইয়র্ক শহর মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। ঠিক তখন গোপনে সেখানেই ছিলেন নায়িকা বুবলী। বিষয়টি গণমাধ্যমে নিজেই জানিয়েছেন তিনি। বুবলী জানান, ফিল্ম সম্পর্কিত একটি কোর্স করতে ফেব্রুয়ারির শেষের দিকে আমেরিকার নিউ ইয়র্ক যান। তিন মাসের কোর্স থাকলেও লকডাউন থাকায় আটকে পড়েন সেখানে। এজন্যই এতোদিন কোথাও তাকে দেখা যায়নি।
গেলো বছরের ফেব্রুয়ারিতে বাইরে গিয়ে নভেম্বরের শেষ দিকে দেশে ফিরেছেন নায়িকা। এতো দীর্ঘ সময় সেখানে থাকা নিয়ে তাকে নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন উড়িয়ে দিতে রাজি নন নিন্দুকেরা। বুবলীর অপেক্ষায় তার ভক্তরা। প্রিয় নায়িকার মুখ থেকেই শুনতে চান আড়ালে থাকার আসল ঘটনা। সত্য স্বীকার দোষের কিছু না। বুবলীর সেই সত্য প্রকাশ্যে আসবে বলে বিশ্বাস করেন চলচ্চিত্রপাড়ার অনেকে। তবে তার জন্য অপেক্ষা করতে হবে আরও অনেক দিন। কারণ ধীরে ধীরে নিজেই সব জানাবেন বলে সাক্ষাৎকারে কথা দিয়েছেন বুবলী।
Leave a Reply