বর্তমান সময়ের তরুণ প্রতিভাবান সঙ্গীত শিল্পী শাপলা পাল। সাময়িক একটা বিরতির পর আবারও তিনি সরব হয়েছেন সঙ্গীত জগতে। এরই মধ্যে এই সুরেলা কণ্ঠের গায়িকা অনন্য এক মাইল ফলক অতিক্রম করেছেন। শাপলার ভেরিফাইড ফেইসবুক পেইজটি এক মিলিয়ন (দশ লাখ) ফলোয়ার অতিক্রম করেছে। তার ইউটিউব চ্যানেলটিও ‘অফিশিয়াল আর্টিস্ট চ্যানেল’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। শাপলা জানিয়েছেন জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলেও মিউজিক্যাল আর্টিস্ট হিসেবে ভেরিফাইড হয়েছে। সব জনপ্রিয় সোশ্যাল মিডিয়াতে শাপলা এখন তুমুল আলোচিত তার প্রতিভামূলক কাজ দিয়ে। শাপলা জানান, সঙ্গীতকে ভালোবেসে ও সঙ্গী করেই তার এই পথচলা। সামনে আরও অনেক নতুন নতুন গান নিয়ে তার শ্রোতাদের সামনে আসবেন নিজের চ্যানেল থেকে।
শাপলা জানান, মূলত ১৮ থেকে ৫৫ বছর বয়সীরাই তার ফ্যান পেজের মূল অনুসারী। পেজে ভক্তের সিংহভাগই বাংলাদেশের, যা সংখ্যায় যা প্রায় ৭৬ শতাংশ। এর পর যুক্তরাজ্য ৪ শতাংশ, সৌদি আরব ৩ শতাংশ, যুক্তরাষ্ট্র ২ শতাংশ এবং সংযুক্ত আরব আমিরাত ২ শতাংশ এবং ১৩ শতাংশ হল বিশ্বের অন্যান্য দেশে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ভারত, মালয়েশিয়া, বাহরাইন, ফ্রান্স, ইতালী এবং কানাডা।
তথ্য – প্রযুক্তির অভাবনীয় উন্নতির কারণে সঙ্গীত – বিনোদন এখন স্থান করে নিয়েছে স্মার্টফোনের পর্দায়। এমন অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে ফেসবুক। পেজে লাইক এবং ভিউ সংখ্যা স্বাচ্ছন্দ্য বোধ করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। মিলিয়ন ভক্তের ভালোবাসায় শাপলা অনলাইনের সব দর্শক – শ্রোতাদের প্রতি শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
এ প্রসঙ্গে শাপলা পাল বলেন, একজন পেশাদার সঙ্গীতশিল্পী হিসেবে এটি আমার জন্যে অনন্য এক প্রাপ্তি। অসাধারণ অনুভূতি কাজ করছে আমার মধ্যে। তাই আমার সকল ভক্ত – শ্রোতা আর অনুসারীদের জানাই হৃদয় নিংড়ানো ভালবাসা।
Leave a Reply