শোবিজের আদর্শ দম্পতি ছিলেন তাহসান-মিথিলা। দীর্ঘ ১১ বছর মিথিলার সঙ্গে সংসারের পর ২০১৭ সালে যৌথভাবে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন তাহসান-মিথিলা জুটি। এরপর ২০১৯ সালের ৬ ডিসেম্বরে পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। হঠাৎ করেই এ দম্পতির বিবাহ বিচ্ছেদ ঘটে। এরইমধ্যে মিথিলা নতুন করে স্বপ্ন সাজিয়েছেন। অন্যদিকে তাহসান এখনো একাই রয়েছেন। বর্তমানে তারা দুই ভুবনের বাসিন্দা। দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। বাংলাদেশে যেমন তুমুল জনপ্রিয় তেমনি পশ্চিমবঙ্গেও রয়েছে তার অসংখ্য ভক্ত। সম্প্রতি তাহসান ভারতীয় গণমাধ্যমে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন।
মিথিলার সঙ্গে বন্ধুত্বটা কীভাবে বজায় রেখেছেন? এমন প্রশ্নের জবাবে এ অভিনেতা বলেন, এটা আসলে খুব কঠিন একটা প্রশ্ন। আমাদের প্রত্যেকেরই তো কিছু দোষ-গুণ আছে। আমাদের একটা সম্পর্ক ফেল করেছে মানে এই নয় যে বন্ধুত্ব থাকবে না। আমাদের মেয়েকে আমরা দু’জনেই খুব ভালোবাসি। আমার মেয়ের মায়ের নামে তাই একটি শব্দও খারাপ বলব না। আমি মনে করি, আমরা দু’জন আলাদা থেকেও আয়রাকে সুন্দরভাবে বড় হওয়ার সুযোগ করে দিতে পারি। এছাড়াও বিচ্ছেদের তিন বছর পেরিয়ে গেছে। তখন আমার জীবনের কঠিন সময় ছিল। কিন্তু আমরা কেউই বাইরের মানুষের কথায় আমাদের বন্ধুত্ব নষ্ট করিনি। তাই বোধ হয় আমাদের সম্পর্কটা এতটা সহজ। কথা হয় মিথিলার সঙ্গে? আমাদের প্রতিনিয়ত যোগাযোগ আছে। ওরা তো এখন সিকিমে। আয়রা বরফ দেখে ওখান থেকেই আমাকে ভিডিও কল করেছিল।
Leave a Reply