ঢাকাই চলচ্চিত্রের মুকুটহীন সম্রাট শাকিব খান। দীর্ঘ সময় ধরে একক রাজত্ব করে যাচ্ছেন তিনি। সম্প্রতি একটি নতুন বিজ্ঞাপন চিত্রে অংশ নিলেন এ নায়ক। তাকে দেখা যাবে জীবন বাঁচানোর বিজ্ঞাপনে। এটি নির্মাণ করেছেন পিপলু খান। গতকাল (১১ জানুয়ারি) এফডিসির জসিম ফ্লোরে এসএমসি ওরস্যালাইন-এন এর বিজ্ঞাপনের শুটিং করেন শাকিব খান। সর্বশেষ এফডিসিতে শাকিব খান ‘নবাব এলএলবি’ শুটিংয়ে অংশ নেন। এ ছবি দিয়ে বিরতি ভেঙে সরব হয়েছেন।
গত বছরের মার্চ থেকে এসএমসি ওরস্যালাইন-এন এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন শাকিব। বিশেষ উপলক্ষে তিনি পণ্যটির প্রমোশনে কাজ করেন। এর আগেও একবার এসএমসি’র বিজ্ঞাপনে দেখা গিয়েছিল তাকে। জানা গেছে, খুব শীঘ্রই শাকিব খানের এই এসএমসি ওরস্যালাইন-এন এর বিজ্ঞাপনটি দেশের সবগুলো টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যমগুলোতে প্রচার করা হবে।
Leave a Reply