দর্শকপ্রিয় গীতিকার ও সুরকার সালাহ্ উদ্দিন শোয়েব চৌধুরী। বাংলাদেশের জীবন্ত কিংবদন্তী কন্ঠশিল্পী রুনা লায়লা থেকে শুরু করে সিনিয়র শিল্পীদের মধ্যে প্রায় সবাই গেয়েছেন তাঁর লেখা গান। শুধু তিনি গানই লিখেন না, করেন সুরও। এ প্রজন্মের শিল্পীরা গেয়েছেন তাঁর লেখা ও সুরে গান। অনেক বছর ধরেই গান লিখে যাচ্ছেন শোয়েব চৌধুরী। তিনি শুধু বাংলা গান লিখছেন তা কিন্তু নয়। শোয়েব চৌধুরী উর্দু, হিন্দি ও ইংরেজী গান লিখেছেন ও সুর করেছেন। লিখেছেন নাটকও। আজ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক, গবেষক, জঙ্গিবাদ বিশেষজ্ঞ এবং ইংরেজী পত্রিকা ব্লিটজ ও জমজমাট ম্যাগাজিনের সম্পাদক শোয়েব চৌধুরীর জন্মদিন। জমজমাট ম্যাগাজিনের পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা।
সংস্কৃতিপ্রেমী শোয়েব চৌধুরী মাত্র চার বছর বয়স থেকে টানা ১৬ বছর ওস্তাদ আখতার সাদমানী, ওস্তাদ রাম গোপাল মহন্ত, ওস্তাদ ফুল মোহাম্মদ খান, ওস্তাদ বারীন মজুমদারদের মতো সংগিতজ্ঞদের কাছে শাস্ত্রীয় সঙ্গীত শিখেছেন। তাঁর প্রতিটি গানের কথাতেই গভীরতা ব্যাপক এবং প্রতিটি গানই শ্রোতাকে ডুবিয়ে নেবে ভাবনা আর অনুভূতির অন্য আরেক জগতে। সংস্কৃতিকে ভালোবেসে তিনি তৈরি করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন এন্টারটেইনমেন্ট ও ক্রাউন মিউজিক। ক্রাউন নিয়মিত নাটক প্রযোজনা করছেন। করোনা মহামারিতে যখন সবাই হাত গুটিয়ে নিয়েছে তখন ক্রাউন নাটকের জন্য আশীর্বাদ হয়ে আসেন। মাত্র এক বছরেরও কম সময় এ প্রতিষ্ঠানটি শীর্ষ স্থান জায়গা করে নেয়।
Leave a Reply