নতুন বছরের শুরুতেই কাজ শুরু করলেন অভিনয়শিল্পী সুজন রাজা। চ্যানেল রাজ ও গানের কলি ইউটিউব চ্যানেলের জন্য বেশ কিছু কাজ করেছেন তিনি, সঙ্গে আছেন মডেল সাথী। ইতিমধ্যে গ্রামীণ কিচ্ছা, দুই বন্ধুর এক প্রেমিক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বউয়ের জন্য ভাই পর ও প্রেমের প্রতিদান মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় আছে বেশ কিছু কাজ। তার মধ্যে রয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রেম প্রেম খেলা, তাঁতির ছেলের কষ্ট, ভালবাসা সীমাহীন, জন্মদাতা, সুজনের বিয়ে, তিন দিওয়ানা ইত্যাদি।
সুজন রাজা বলেন, গানের কলি ইউটিউব চ্যানেলের কর্নধার বাবুল আহম্মেদ বাবু ভাইয়ের মাধ্যমে প্রায় একযুগ আগে সিডি জোনের মিউজিক ভিডিওতে প্রথম কাজ করি। ফের এই ব্যানারে কাজ করলাম। আশা করছি ভিন্ন কিছু পেতে যাচ্ছে দর্শক। সবার ভালোবাসায় আরও অনেক দূর এগিয়ে যেতে চাই।
মিডিয়ায় কাজের পাশাপাশি সুজন রাজা বাংলাদেশ চলচ্চিত্র-টেলিভিশনের শিল্পী ও কলাকুশলীদের নিয়ে গঠিত সংগঠন শিল্পী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির দপ্তর-সম্পাদক ও সেচ্ছাসেবী সংগঠন মানবতার কল্যাণ ফাউন্ডেশনের টাঙ্গাইল জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
Leave a Reply