আশির দশকের চিত্রনায়িকা রোজিনা। ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানে নির্মাণ করতে যাচ্ছেন ‘ফিরে দেখা’ নামের একটি সিনেমা। এ ছবি দিয়ে পরিচালনার খাতায় নাম লেখাচ্ছেন তিনি। ছবির নায়ক নিরব। নায়িকা এখনও চূড়ান্ত নয়। এবার ‘ফিরে দেখা’য় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অভিনেতা মাহমুদুল হাসান মিঠু। শোবিজের সবাই তাকে ডাকেন ‘বড়দা মিঠু’। দুই যুগেরও বেশি সময় ধরে অভিনয় করছেন তিনি। ছোট ও বড়পর্দায় সমানতালে তার ব্যস্ততা।
নতুন ছবি প্রসঙ্গে বড়দা মিঠু বলেন, ‘রোজিনা আপার ছবিতে রাজাকার চরিত্রে অভিনয় করছি। চরিত্রে ভিন্নতা আছে। এ ধরনের চরিত্রে দর্শক আগে দেখেনি। একেবারে নতুন কিছু পেতে যাচ্ছে দর্শক। আশা করছি ছবি মুক্তি পেলে চরিত্রটি দর্শক পছন্দ করবে। সব সময় চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে চাই।’
বড়দা মিঠুর জীবনে ব্যর্থতা বলতে কিছু নেই। যা কিছু অর্জন করেছেন পুরোটাই সফলতার গল্প। তিনি দুই পর্দায় কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। এরইমধ্যে শেষ করেছেন মনতাজুর রহমান আকবার পরিচালিত ‘আয়না’ সিনেমার শুটিং। নির্মাণাধীন বন্ধন বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘ছায়াবৃক্ষ’। সম্প্রতি শুটিংয়ে অংশ নেন ‘বাংলার ভাবী’ নামের নতুন একটি সিনেমায়।
Leave a Reply