আলোচিত চিত্রনায়িকা মিষ্টি জান্নাত এবং বিজ্ঞাপনচিত্র নির্মাতা বাপি সাহা জুটি চতুর্থ বার একসঙ্গে বিজ্ঞাপনচিত্রে কাজ করলেন। সম্প্রতি মিষ্টি জান্নাত মডেল হয়েছেন অনিল ঘোষের ‘বাঘাবাড়ি ঘি’-এর বিজ্ঞাপনচিত্রে। এটি পরিচালনা করেছেন নির্মাতা বাপি সাহা। এই নির্মাতা জানান, সুন্দরী মডেল-অভিনেত্রী মিষ্টি জান্নাত ইতিপূর্বে তার নির্দেশনায় আরও তিনটি বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছিলেন। সেই তিনটি বিজ্ঞাপনচিত্র হলো সুরেশ সরিষার তেল এর দুটি এবং দিশা টেক্সটাইল এর। অনিল ঘোষের ‘বাঘাবাড়ি ঘি’-এর বিজ্ঞাপনচিত্রটি বাপি সাহা-মিষ্টি জান্নাত যুগলের চতুর্থ কাজ। এতে আরও মডেল হয়েছেন জনপ্রিয় অভিনেতা সুব্রত।
জানা যায়, চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি মিষ্টি একাধিক পণ্যের বিজ্ঞাপনচিত্র ও পোশাকের মডেল হিসেবে বেশ কিছু কাজ করেছেন। এরই ধারাবাহিকতায় এবার অনিল ঘোষের বাঘাবাড়ি ঘিয়ের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন। নতুন এই বিজ্ঞাপনচিত্রটির শুটিং হয়েছে ঢাকার মজুমদার মেগাশপে। এ প্রসঙ্গে মিষ্টি জান্নাত বলেন, কাজটি করে ভীষণ ভালো লাগছে। আশা করছি দর্শকদের কাছেও ভালো লাগবে। খুব শীঘ্রই বিজ্ঞাপনচিত্রটি দেশের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার শুরু হবে বলে জানান নির্মাতা বাপি সাহা।
নির্মাতা বাপি সাহা জানান, অনিল ঘোষের বাঘাবাড়ি ঘি উৎপাদনকারী প্রতিষ্ঠান এই বিজ্ঞাপনচিত্রটির মাধ্যমে প্রথমবারের মতো টেলিভিশন মিডিয়ায় আনুষ্ঠানিক প্রচারণায় আসছে। এটি বহুল প্রচলিত এবং ভোক্তাদের প্রিয় একটি ভোগ্যপণ্য। বিজ্ঞাপনচিত্রটি নির্মিত হয়েছে তার নিজস্ব বিজ্ঞাপনী ও প্রযোজনা সংস্থা এনজয় এড মিডিয়ার ব্যানারে।
Leave a Reply