জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ। ইতিমধ্যে অসংখ্য জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়েছেন। সম্প্রতি শুভর কণ্ঠে ‘ইচ্ছে’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে। মুরাদ নূরের সুরে গানটির কথা লিখেছেন জসিম উদ্দিন। মুশফিক লিটুর সঙ্গীতায়োজনে, নাহিদ জামানের ভিডিও পরিচালনায় গানটি প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়।
এ প্রসঙ্গে কাজী শুভ বলেন, ‘ইচ্ছে’ আমার ভীষণ পছন্দের গান। শুনলেই গুণগুণ করতে ইচ্ছে করে। চমৎকার কথা সুরের বন্ধন। মুরাদ নূরকে ধন্যবাদ এই গানে আমার কণ্ঠই নির্বাচন করার জন্য। দর্শক শ্রোতা ও সাউন্ডটেক পরিবারের প্রতি কৃতজ্ঞতা।
সুরকার মুরাদ নূর বলেন, কাজী শুভ আমার পছন্দের শিল্পী। এর আগেও আমাদের গান বেশ প্রশংসনীয় হয়েছে। এবার আমাদের ইচ্ছের প্রকাশ। আশা নয় বিশ্বাস করি গানটি আপনাদের ভালো লাগবে।
গীতিকার জসীম উদ্দীন বলেন, আমাদের সবারই ইচ্ছে আছে, ইচ্ছের কারণেই আমরা বেঁচে আছি। ইচ্ছেগুলো সত্য সুন্দর বিশুদ্ধ না হলে লক্ষ্যে পৌছানো যায় না। আমার ইচ্ছের কথাগুলো এই গানে প্রকাশ পেয়েছে। ইচ্ছে গানটি সাউন্ডটেকের ইউটিউব চ্যানেল সহ সকল ডিজিটাল মাধ্যমে প্রকাশিত হয়েছে।
Leave a Reply