বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ থেকে অনুপ্রাণিত হয়ে ‘গন্তব্য’ নামে একটি সিনেমা নির্মাণ করেছেন তরুণ পরিচালক অরণ্য পলাশ। এখন পর্যন্ত বিভিন্ন ইস্যুতে বহুবার আলোচনার কেন্দ্রে এসেছে ছবিটি। গত বছর সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলেও মুখ থুবড়ে পড়ে সিনেমাটির ভবিষ্যৎ। ‘গন্তব্যে’র জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিল অর্থ। তবে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে সিনেমাটি।
‘সুইট চিলি ফিল্মস’ থেকে নির্মিত চলচ্চিত্রটির মালিকানা স্বত্ব নিয়ে বিপননের দায়িত্ব নিয়েছে কানাডা ও বাংলাদেশ ভিত্তিক প্রযোজনা প্রতিষ্টান ‘আনোয়ার আজাদ ফিল্মস’। বাংলাদেশী বংশোদ্ভুত কানাডিয়ান আনোয়ার আজাদের প্রযোজনা প্রতিষ্টানটি ইতিপূর্বে নির্মাণ করেছেন অরুন চৌধুরী পরিচালিত নুসরাত ইমরোজ তিশা, ইয়াশ রোহান, ফজলুর রহমান বাবু অভিনীত চলচ্চিত্র ‘মায়াবতী’। যা বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছিল ২০১৯ সালে সেপ্টেম্বর মাসে।
আনোয়ার আজাদ ফিল্মস এর তথ্যমতে, সবকিছু ঠিকঠাক থাকলে আসছে মার্চ মাসে ‘গন্তব্য’ চলচ্চিত্রটি প্রথমে বাংলাদেশে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে, তারপর বহিবিশ্বে। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, আইরিন, এলিনা শাম্মি, কাজী রাজু, আফফান মিতুলসহ অনেকে।
Leave a Reply