জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তাঁর। এ পর্যন্ত অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে সুনাম অর্জন করেছেন তিনি। ‘মেঘের কোলে রোদ’, ‘কারাগার’ ও ‘গঙ্গাযাত্রা’ ছবিতে অনবদ্য অভিনয় করে পেয়েছেন তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই নতুনত্বের যুগে, একঝাক নতুনদের ভীড়ে সময়ের সাথে সাথে যেমন হারিয়ে যাচ্ছেন এক সময়কার তুখোড় সব অভিনেতা-অভিনেত্রীরা। ঠিক সেই সময়ে নিজেকে নতুন ভাবে আবিষ্কার করতে দিনরাত কঠোর পরিশ্রম করে নিজেকে সরব রাখতে চেষ্টা করছেন এক সময়ের পর্দা কাঁপানো এ নায়িকা। নিজের ওজন কমিয়ে আগের চেয়ে আকর্ষণীয় হয়েছেন।
তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী এ অভিনেত্রী নিজেকে নতুন করে তৈরি করে গত বছরের শুরুতে এফডিসিতে ‘সাহসী যোদ্ধা’ সিনেমার শুটিংয়ে অংশ নেন। ছবিটি বর্তমানে মুক্তির মিছিলে রয়েছে। এরপর সর্বশেষ অংশ নেন রাজু আলিম পরিচালিত ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমায়। তারপর থেকে আড়ালে তিনি। সব সময় চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে পপির উপস্থিতিতে দেখা গেলেও দীর্ঘ দিন ধরে পপিকে কোথাও দেখা যাচ্ছে না। ফেসবুকেও নেই তার আপডেট। সম্প্রতি তার বিয়ের গুঞ্জন শোনা গেছে। তবে এ ব্যাপারে জানতে তাঁর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোনটি বন্ধ রয়েছে। হঠাৎ অন্তরালে চলে যাওয়ায় চলচ্চিত্র পাড়ায় পপির বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়েছে। যদিও এই গুঞ্জনের কোনো সত্যতা এখনো পাওয়া যায়নি। এর আগেও একাধিকবার তার বিয়ের গুঞ্জন শোনা গেছে তখনও তার সত্যেতা পাওয়া যায়নি। এখন সময়ই বলে দিবে পপি বিয়ে করেছেন নাকি নিজেকে আড়াল করে নতুন ভাবে তৈরি করছেন।
Leave a Reply