আবহমান বাংলার লোকগাথা পল্লীর অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমিতে বেড়ে উঠা এক জোড়া তরুণ-তরুণীর প্রেমের আত্মকাহিনী ও তাদের জীবনে ঘটে যাওয়া নানান ঘটনা ও দুর্ঘটনার বাস্তব চিত্র নিয়ে নির্মিত হচ্ছে রোমান্টিক খ্রিলার সিনেমা ‘ইস্টিশন’। ছবির কাহিনি ও সংলাপ লিখেছেন ‘মেঘলা আকাশ’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘বাপজানের বায়োস্কোপ’ খ্যাত গল্পকার মাসুম রেজা। ছবিটি পরিচালনা করছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা রাসেল আহমদ। মঙ্গলবার ছবিটির শুভ মহরত অনুষ্ঠিত হয়। এ সময় ছবির কলাকুশলীরা উপস্থিত ছিলেন। এতে জুটি বেঁধে অভিনয় করছেন আবু হুরায়রা তানভীর ও আফ্রি সেলিনা। আজ বুধবার কমলাপুর রেল স্টেশনে ছবির দৃশ্য ধারণ শুরু হয়েছে। এখানে একটানা পাঁচ দিন শুটিং হবে। তারপর ঢাকা ও ঢাকার বাহিরের বিভিন্ন লোকেশনে বিরতিহীন ভাবে একটানা শুটিং করে শেষ হবে ছবির পুরো কাজ। ছবিতে আরও অভিনয় করছেন অনন্ত হিরা, সাহারিন ইসলাম, মুন্না,সুব্রত, রেবেকা রউফ, জ্যাকি আলমগীর, প্রিন্সেস বিউটি, সামিয়া রাজ ও এস.আই. ফারুক। ছবিতে তিনটি গান রয়েছে যার একটি গাইবেন জনপ্রিয় সংগীতশিল্পী এস আই টুটুল।
মাসুম রেজা বলেন, ‘রাসেল একদিন আমার কাছে এসে বললেন তিনি একটি সিনেমা বানাতে চান আমাকে গল্প লিখে দিতে হবে। তার সাহসের কারণে ছবির গল্পটি লিখি। আশাবাদী রাসেল প্রথম ছবিতে সফল হবে। আমি কখনে অবাস্তব গল্প লিখি না। আমার গল্পে বৈচিত্র্যময় সমাজের গল্প তুলে ধরার চেষ্টা করি তেমনই একটি গল্পের ছবি ‘ইস্টিশন’। শিল্প কখনো মাথা দিয়ে সৃষ্টি হয় না হৃদয় দিয়ে করতে হয়। মুখস্ত করে সংলাপ বললেই অভিনেতা-অভিনেত্রী হওয়া যায় না আশ্বস্ত করতে হয় তাহলেই সম্ভব। ‘ইস্টিশন’ ছবির সফলতার কামনা করছি।’
প্রথম ছবির জন্য দোয়া চাইলেন পরিচালক রাসেল আহমদ। ছবির নায়ক তানভীর বলেন, ‘বাস্তব ঘটনা নিয়ে ছবির গল্প। গতানুগতিক ছবি থেকে একেবারে আলাদা গল্পের ছবি ‘ইস্টিশন’। গল্পটি যখন পরী চরিত্রে নিজেকে দেখতে পেয়েছি। ছবিটি নিয়ে অনেক আশাবাদী। আশা করছি দর্শক নতুন কিছু পাবে।’
Leave a Reply