ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা অমিত হাসান নতুন বছরে নতুন খবর দিলেন। অপূর্ব রানার নাম ঠিক না হওয়া নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি নতুন ছবিটিতে এ অভিনেতা চুক্তিবদ্ধ হয়েছেন। নায়িকা চূড়ান্ত না হলেও রানার নতুন ছবিতে নায়ক হিসেবে থাকবেন বাপ্পী চৌধুরী। খুব শীঘ্রই নাম ও বাকি অভিনয় শিল্পীর নাম জানানো হবে। জানা গেছে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময় ছবিটির শুটিং শুরু হবে।
নতুন ছবি প্রসঙ্গে অমিত হাসান জমজমাটকে বলে, ‘বছরের শুরুতেই নতুন ছবিতে যুক্ত হলাম তাই ভালোলাগাটা একটু বেশিই। গত বছর করোনার কারণে সব ধরণের কাজ বন্ধ ছিল। সেভাবে নতুন ছবি নির্মাণ ও মুক্তি পায়নি। নতুন বছর সবাই অনেক স্বপ্ন নিয়ে শুরু করেছে। আশা করছি এ বছরটি সকল ক্রান্তিকাল কাটিয়ে ঘুরে দাঁড়ানোর বছর হবে। এর আগে অপূর্ব রানার সাতটি ছবির নায়ক ছিলাম। তবে এবারই প্রথম রানার ছবিতে খলচরিত্রে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হলাম। আশা করছি দর্শক ভিন্ন কিছু পেতে যাচ্ছে।’
গত বছরের শেষের দিকে অমিত হাসান দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’ শিরোনামের ছবিতে অভিনয় করেন। বর্তমানে ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। এছাড়াও চলতি বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে রকিবুল আলম রকিব পরিচালিত ‘ইয়েস ম্যাডাম’ সিনেমাটি।
Leave a Reply