মবিন নামের এক লোক ঢাকা শহরে এসেছে চাকরীর সুবাদে। এসেই বাসা খোজার ভেজালে পড়ে যায়। অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে একটা বাসা খুজে পায় যার নাম্বার ৬৯। সেই বাসায় আগে থেকেই চারটি ছেলে থাকে যারা কিনা পুরো বাড়ি ভাড়া নিয়ে তারাই আবার ভাড়া দেয়। ঘটনাক্রমে মবিনকে নিয়ে তাদের মধ্যে একের পর এক ঝামেলা পাকতে শুরু করে। এমনই গল্প নিয়ে পরিচালক অনিক বিশ্বাস নির্মাণ করেছেন ‘এক গল্পে সপ্তাহ’ শিরোনামে এই সপ্তাহের গল্প ‘হাউজ ৬৯’।
এই সপ্তাহের গল্পে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওবিদ রেহান, তারেক স্বপন, জাহিদ ইসলাম, তৃষ্ণা, তুহিন চৌধুরী, শাকিরা, আনোয়ার, জাদু আজাদ, সাহিল পারভেজ, সাইফ সাইফুল, তারিকুল বনি, আর্নিকা তাসনিম প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছে তৃতীয় নয়ন মাল্টিমিডিয়া। নির্মাতা অনিক বিশ্বাস জানান, আজ রাত ১১টায় বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইনে ‘হাউজ ৬৯’ প্রচার হবে। পুণঃপ্রচার হবে রাত ২টা ৩০ মিনিটে ও সকাল ৬টায়।
Leave a Reply